ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

কোটা সংস্কার চেয়ে গণপদযাত্রা কর্মসূচি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
কোটা সংস্কার চেয়ে গণপদযাত্রা কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে গণপদযাত্রা কর্মসূচি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামী ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে দুপুর ১২টায় পুরো ক্যাম্পাসে 'গণপদযাত্রা' কর্মসূচি অনুষ্ঠিত হবে৷ একই সঙ্গে এ কর্মসূচি সারা দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা পর্যায়ে একই সময়ে পালন করা হবে।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক হাসান আল মামুন৷ 

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোটায় প্রার্থী না পাওয়া গেলে তা মেধায় পূরণ করা হবে। কিন্তু ২ এপ্রিল একটি মন্ত্রণালয় থেকে কোটা বিষয়ক ধোঁয়াশাপূর্ণ ও অস্পষ্ট পরিপত্র জারি করা হয়েছে৷ যা প্রধানমন্ত্রীর কোটা শিথিল ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।