ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

লেখাপড়ার খরচ না পেয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, মে ৬, ২০১৮
লেখাপড়ার খরচ না পেয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ: হতদরিদ্র পরিবার, লেখাপড়ার খরচ চালাতে পারছিলেন না বাবা। আর তাই চাহিদা মোতাবেক টাকা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সুমি বিশ্বাস (১৭) নামে এক কলেজছাত্রী।

রোববার (০৬ মে) সকালে সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনি এলাকা থেকে ছাত্রীটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমি খুকনি ঝাউপাড়া এলাকার পানের দোকানদার পরেশ চন্দ্র
বিশ্বাসের মেয়ে।

এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার বাংলানিউজকে বলেন, শনিবার (০৫ মে) রাতের কোনো এক সময় নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমি। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, দরিদ্র বাবা পরেশ সুমির লেখাপড়ার খরচ চালাতে ব্যর্থ হচ্ছিলেন। চাহিদা মতো টাকা না পেয়ে
অভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে এনায়েতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।