ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

জাবি খুলছে রোববার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
জাবি খুলছে রোববার

জাবি: গ্রীষ্মকালীন, রমজান, শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার (১ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) খুলছে।

শনিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘ ৪৪ দিনের ছুটি শেষে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হবে।

১৮ মে (শুক্রবার) থেকে ছুটি শুরু হয়। ছুটি চলে ৩০ জুন পর্যন্ত।

এদিকে, ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সব একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। ইতোমধ্যে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।