ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গণবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ‘নিখোঁজ’, থানায় জিডি

গণবিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
গণবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ‘নিখোঁজ’, থানায় জিডি মহিউদ্দিন কাদের মাসুক, ছবি: সংগৃহীত

গণবিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণবিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ‘নিখোঁজ’ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মো. মহিউদ্দিন কাদের মাসুক (২১) ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। বৃহস্পতিবার (২৮ জুন) বিকেল থেকে তিনি ‘নিখোঁজ’ রয়েছেন।

মাসুকের বাবা মনজুর কাদের বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ক্লাস শেষে বিকেলে ৩টার (আনুমানিক) দিকে নিজ ছাত্রাবাস (বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুলেরটেক) থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে ফিরে আসেননি। এ বিষয়ে শনিবার (৩০ জুন) আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও জানান, আমার আরেক ছেলের সঙ্গে শুক্রবারও (২৯ জুন) কথা হয়েছে মাসুকের। তারপর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে। কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (তদন্ত-এসআই) কবীর জানান, আমি এখনো জিডির কপি পাইনি, পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
বিএসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।