ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব কাউকে দেইনি’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
‘ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব কাউকে দেইনি’ বক্তব্য রাখছেন ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেছেন, ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।

সোমবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের  কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রক্টর বলেন, আমি প্রক্টরিয়াল টিমকে নির্দেশ দিয়েছি।

তারা যা দেখবে তা আমাকে জানাবে কেউ আমার কাছে অভিযোগ করেনি। কেউ যদি ফোনে বা সরাসরি অভিযোগ করেন তবে আমরা দেখবো।

অন্যদিকে বেলা  ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ হামলা চালায়। এতে প্রায় পাঁচজন শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে  প্রক্টর বলেন, এ ঘটনা সম্পর্কে তিনি অবহিত নন।

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় সোমবার খুলেছে। এর আগে গত শনিবার কি হয়েছে সে বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। আমি জানি না। তবে ওই ঘটনায় যদি কেউ অভিযোগ করে তবে আমরা দেখবো।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।