ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

উন্নত সেবার দাবিতে ইবি শিক্ষার্থীর অনশন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
উন্নত সেবার দাবিতে ইবি শিক্ষার্থীর অনশন অনশন অবস্থানকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানবীর হোসেন লিংকন। ছবি: বাংলানিউজ

ইবি: চিকিৎসা ক্ষেত্রে উন্নত সেবার দাবিতে অনশন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তানবীর হোসেন লিংকন নামে এক শিক্ষার্থী। 

সোমবার (২২ অক্টোবর) বেলা ১২টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে অনশন শুরু করেন তিনি।

পরবর্তীতে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর মাহবুবর রহমান উপস্থিত হয়ে তার দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।

প্রশাসনের আশ্বাসে দুপুর ২টার দিকে অনশন স্থগিত করেন লিংকন।

‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে অবস্থানকালে পোস্টার লাগিয়ে বিভিন্ন দাবি জানায় লিংকন। পোস্টারে লেখা ছিল- ‘বিশ্ববিদ্যালয়ে জীবন দিতে আসিনি, জীবনকে নতুনভাবে গড়তে এসেছি’, ‘বন্ধুর লাশের ভার আর সইতে পারছি না’, ‘উঁচু ভবন নয়, উঁচু মানের সেবা চাই বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে। ’

লিংকন বলেন, ‘একটি পরিবার অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, অনেক আশা নিয়ে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তার সুযোগ-সুবিধা নিশ্চিত করা। কিন্তু এখানে সে ধরনের সুবিধা অপ্রতুল। গত ৬ মাসে চারটি আত্মহত্যার ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ’

বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে একজন করে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের দাবিতে তার এ অবস্থান বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও একজন মনোবিজ্ঞানী প্রয়োজনীয়তা অনুভব করছে। দ্রুত সময়ের ভেতর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।