ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় যুবকের কারাদণ্ড

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় যুবকের কারাদণ্ড মো. মুনসুর রহমানকে পুলিশ কারাগারে নিয়ে যাচ্ছে। ছবি-বাংলানিউজ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম
ভর্তি পরীক্ষায় প্রক্সি (অন্যের পরিবর্তে) দেওয়ার অপরাধে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন এ দণ্ড দেন।  

ওই যুবকের নাম মো. মুনসুর রহমান।

তিনি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি রাবির ইতিহাস বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে ব্যবসায় অনুষদভুক্ত ‘বি-২’ গ্রুপের (অবাণিজ্য) পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের
সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর কক্ষে আসল ভর্তিচ্ছু আল-আমিনের
হয়ে প্রক্সি দিচ্ছিলেন মুনসুর। পরীক্ষা চলাকালে হল পরিদর্শনের সময় মুনসুরের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় তার কাগজপত্র যাচাই করেন তিনি (প্রক্টর প্রফেসর লুৎফর রহমান)। এসময় জালিয়াতির বিষয়টি ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালতে খবর দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা ৩০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত মুনসুরকে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।