ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রয়োজনে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন হতে পারে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
প্রয়োজনে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন হতে পারে হলভিত্তিক শিক্ষার্থীদের ডাটাবেজ প্রকাশ অনুষ্ঠানে ঢাবি উপাচার্য ও দুই প্রো-উপাচার্য/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ডাকসু নির্বাচন হয়নি দীর্ঘদিন। বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুই এর মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এক্ষেত্রে প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের গঠনতন্ত্র পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে হলভিত্তিক শিক্ষার্থীদের ডাটাবেজ প্রকাশ অনুষ্ঠানে সাংবাধিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

ঢাবি উপাচার্য বলেন, যদি প্রয়োজন হয় বা আলোচনায় আসে তাহলে অবশ্যই প্রশাসন এ নিয়ে ব্যবস্থা নেবে।

এর কোনোকিছু পরিবর্তন-পরিবর্ধন করা লাগলেও করা হতে পারে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ৩৮ হাজার ৪শ ৯৩ জন শিক্ষার্থীর ডাটাবেজ প্রকাশ করা হয়। এরমধ্যে রয়েছে ১৩টি ছাত্র হলে ২৩ হাজার ৯ শত ৮৪ জন ও ৫টি ছাত্রী হলে ১৪ হাজার ৫শ ৯ জন শিক্ষার্থী। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ডাটাবেজে কোনো রকমের ভুল থাকলে তা সংশ্লিষ্ট হল অফিসের মাধ্যমে সংশোধন করে নিতে পারবে।  

ঢাবি উপাচার্য বলেন, এটি আমাদের একটি প্রাথমিক ও খুবই বড় কাজ। আমরা বিভিন্ন হলের শিক্ষার্থীদের ডাটাবেজ প্রকাশ করেছি। এর থেকে ভোটার তালিকা তৈরি করা সহজ হবে। এছাড়া শিক্ষার্থীরা এ থেকে বিভিন্নভাবে উপকৃত হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।