ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মাগুরায় ‘স্কিলস কম্পিটিশন’ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
মাগুরায় ‘স্কিলস কম্পিটিশন’ অনুষ্ঠিত মাগুরায় ‘স্কিলস কম্পিটিশন’-২০১৮। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরায় বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতরের আওতায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের মেধা ও উদ্বোধনী শক্তির বিকাশে সহায়ক ‘স্কিলস কম্পিটিশন’-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) সকালে মাগুরা কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এমসিইটি) চত্বরে এ কম্পিটিশন অনুষ্ঠিত  হয়। ‘স্কিলস  অ্যান্ড ট্রেনিং  এনহ্যান্সমেন্ট  প্রজেক্টের (স্টেপ) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ২০ শিক্ষার্থী অংশ নেয়।

 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হারুন-অর-রশিদের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. আলী আকবর।

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (মাগুরা সার্কেল) কাজী আহসান হাবীব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুস সালাম, টিএসসি মাগুরার অধ্যক্ষ মো. আইয়ুব আলী ও এমসিইটি কলেজের উপাধ্যক্ষ কে এম মাহাবুর রহমান।  

বক্তব্য রাখেন- মাগুরা কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইন্সট্রাকটর ও গণসংযোগ কর্মকর্তা এ এস এম রেজাউল ইসলাম।  

অনুষ্ঠানের কৃতি ৩৭ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৬টি উদ্ভাবন-প্রকল্প মূল্যায়নের জন্য  উপস্থাপন করা হয়।  

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,গণ্যমান্য ব্যক্তি,শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।