ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিক্ষা

খুবি শিক্ষক সমিতির নির্বাচন ১০ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
খুবি শিক্ষক সমিতির নির্বাচন ১০ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা: ২০১৯ সালের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

রোববার (১৮ নভেম্বর) এ তফসিল ঘোষণা করা হয়।  

ঘোষিত তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সমিতির কার্যনির্বাহী পরিষদের পদের সংখ্যা ১৩টি।

পদগুলো হলো- সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদক এবং ৬ জন সদস্য।

নির্বাচনের জন্য আগামী ২৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৯ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৪ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৫ ডিসেম্বর বিকেল ৪টা।

নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। এই নির্বাচন অনুষ্ঠানে গঠিত নির্বাচন কমিশনার হলেন প্রফেসর ড. মহসীন উদ্দীন আহমেদ। নির্বাচন কমিশনের অন্য সহকারী নির্বাচন কমিশনাররা হলেন যথাক্রমে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সহযোগী অধ্যাপক শেখ শারাফাত হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. নিহার রঞ্জন সিংহ।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।