ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ববির ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
ববির ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন পরীক্ষার হলে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: উৎসবমুখর পরিবেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরের সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো.ফয়সাল মাহমুদ রুমির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সকাল ১০ টায় ‘খ’ ইউনিটের ও বিকেল ৩টায় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগে এক হাজার ৪৪০ টি আসনের বিপরীতে মোট ৩৪ হাজার ৯৯২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ নেওয়ার হার ৬৮ দশমিক ১২ শতাংশ এবং ‘গ’ ইউনিটে ৬৭ দশমিক ৪৬ শতাংশ।  

পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, ববির জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান। পরিদর্শন শেষে তারা ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।  

আগামী ২৪ নভেম্বর (শনিবার) সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ নগরের সাতটি কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলা‌দেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ন‌ভেম্বর ২৩, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।