ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ববি’র ভর্তি পরীক্ষায় পাসের হার ৩০.১৫ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ববি’র ভর্তি পরীক্ষায় পাসের হার ৩০.১৫ শতাংশ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে বিশ্ববিদ্যালয়ের ‘ক’, ‘খ’ ও ‘গ’ ইউনিটে গড় পাসের হার ৩০ দশমিক ১৫ শতাংশ।

রোববার (২৫ নভেম্বর) বিকেল ৫ টায় অনলাইনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।  

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারে ‘ক’ ইউনিটে পাসের হার ৩০দশমিক ৮৫শতাংশ, ‘খ’ ইউনিটের পাসের হার ২৮দশমিক ৩১শতাংশ ও ‘গ’ ইউনিটে পাসের হার ৩০ দশমিক ৬১শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের নিজ কক্ষে আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে ফলাফল কার্যক্রম প্রকাশের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, সিন্ডিকেট সদস্য কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, ফলাফল প্রস্তুতকরণ ও তথ্যপ্রদান ইউনিটের সমন্বয়ক সিএসই বিভাগের চেয়ারম্যান বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি শেরে-বাংলা হলের প্রভোস্ট মো. ইব্রাহীম মোল্লা, সাধারণ সম্পাদক ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া, বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, পরিচালকরা ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের দফতর প্রধানরা।

গত বছরের ন্যায় এ বছরও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় বরিশাল বোর্ডের শিক্ষার্থীরাই শীর্ষে রয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.eis.bu.ac.bd থেকে জানা যাবে।

বাংলা‌দেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ন‌ভেম্বর ২৫, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।