ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু শনিবার

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ২য় বর্ষ অনার্স নিয়মিত ও অনিয়মিত পরীক্ষা শনিবার (০১ ডিসেম্বর) থেকে শুরু হবে।

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে।  

এতে আরো জানানো হয়েছে, সারাদেশে ৭৬৪টি কলেজের ২৭৫টি কেন্দ্রে সর্বমোট ৪ লাখ ৩১ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে এরইমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
 
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা চেয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮ 
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।