ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
শেকৃবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ফাইল ফটো)

শেকৃবি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় শেকৃবির কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এ ফলাফল ঘোষণা করেন।

আগামী মঙ্গল ও বুধবার (১৮ ও ১৯ ডিসেম্বর) মেধাতালিকা থেকে ও বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করা হবে।

২ জানুয়ারি (বুধবার) থেকে ক্লাস শুরু হবে।

গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে ৬২০ আসনের বিপরীতে  আবেদন করেছে ৩৩ হাজার ৩০১ জন প্রতিযোগী। প্রতি আসনের বিপরীতে ৫৪ জন ভর্তিচ্ছু পরীক্ষা অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ড থেকে ফলাফল জানা যাবে। ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।