ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জেএসসি: পাসের হারে রাজশাহী বোর্ড সেরা জয়পুরহাট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
জেএসসি: পাসের হারে রাজশাহী বোর্ড সেরা জয়পুরহাট রাজশাহী মাধ্যমিক ও শিক্ষা বোর্ড

রাজশাহী: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও শিক্ষা বোর্ডে সেরা হয়েছে জয়পুরহাট। বোর্ডে রাজশাহীসহ আটটি জেলার চেয়ে ৯৭ দশমিক ৪ শতাংশ পাসের হারে এগিয়ে রয়েছে উত্তরের জেলাটি।

ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বোর্ড সচিব প্রফেসর তরুণ কুমার সরকার এ তথ্য জানান।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জয়পুরহাট জেলায় পাসের হার ৯৭ দশমিক ৪ শতাংশ। উত্তরের এই জেলায় মোট শিক্ষার্থী ছিলো ১০ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৩১৬। পাস করেছে ৫ হাজার ১৫৭ জন। এছাড়া ছাত্রী ৫ হাজার ৫৪৯ জন। পাস করেছে ৫ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী।  

এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৮০৭ জন শিক্ষার্থী।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবার পাসের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ। গত বছর বোর্ডের পাসের হার ছিল ৯৫ দশমিক ৫৪ শতাংশ। সুতরাং গতবারের চেয়ে এবার জেএসসি পরীক্ষায় পাসের হার কমেছে ০ দশমিক ৯৭ শতাংশ।  

এছাড়া গতবার জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৬৩৩ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন। ফলে জিপিএ-৫ কমেছে ২২ হাজার ৯৫৫।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।