মঙ্গলবার (০১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলেন দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন। এছাড়াও তিনি জেলার কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, প্রেসক্লাব সভাপতি অ্যাডভকেট আহসান হাবীব নীলু, সরকারি বালিকা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক রোখসানা পারভীন প্রমুখ।
বই উৎসবে জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতার একটি অংশ বই বিতরণ। বিনামূল্যে একদিনে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া সরকারের বড় সাফল্য। যা সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে কোনো বই সংকট নেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী প্রাথমিকে ১৫ লাখ ৭০ হাজার ৯৬২টি, প্রাক-প্রাথমিকে ৫৩ হাজার ৯০টি, মাদরাসায় নয় লাখ ৩৭ হাজার ১৫০টি, মাধ্যমিকে ২৪ লাখ ৯৭ হাজার ২৭০টি বই তুলে দেওয়া হয়। এতে মোট ৫০ লাখ ৫৮ হাজার ৪৭২টি বই বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এফইএস/আরআইএস/