ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ডাকসু নির্বাচনে বাধা নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
ডাকসু নির্বাচনে বাধা নেই

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রোববার (০৬ জানুয়ারি) এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ।

অন্যদিকে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কয়েকজন শিক্ষার্থীর রিটে রুল জারি এবং রুলের চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ১৭ জানুয়ারি ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট।

১৬ সেপ্টেম্বর ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একইসঙ্গে ওইদিন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর মার্চের মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা বলেছেন উপাচার্য।

ওই আবেদনের পর ১ অক্টোবর হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতির আদালত।

মনজিল মোরসেদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক চিঠিতে দেখা যায়, ১৯ মার্চের মধ্যে তারা ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। আদালত হাইকোর্টের রায়ের ওপর চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়েছেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি ৩০ মার্চ পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) রেখেছেন। ফলে এখন ডাকসু নির্বাচন হতে আর আইনগত কোনো বাধা নেই।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।