ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কিশোরগঞ্জে বইপড়া উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
কিশোরগঞ্জে বইপড়া উৎসব বইপড়া উৎসব। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানে কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দিনব্যাপী বইপড়া উৎসব। 

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সদরের সিরাজুল ইসলাম মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী।
 
সদর উপজেলার কড়িয়াইল ক্লাস্টারের উদ্যোগে আয়োজিত উৎসবটিতে ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬ শিক্ষক অংশ নেন।


 
উৎসবে শিক্ষার্থীদের মতো সারিবদ্ধভাবে বসে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইয়ের বিভিন্ন অংশ পড়েন শিক্ষক-শিক্ষিকারা। বইপড়ার ফাঁকে-ফাঁকে তারা গান পরিবেশন ও কবিতা আবৃতি করেন। এতে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠে প্রাণবন্ত।  

বইপড়া শেষে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নেন সবাই। যাচাই-বাছাই করে তিনটি বিদ্যালয়কে পুরস্কৃত করেন মূল্যায়ন কমিটি। এছাড়া অংশ নেওয়া সবাইকে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী বই।

উৎসবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহদী হাসান, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মৃধা, যশোদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।