ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

কামারখন্দে পিকআপচাপায় জবি শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১২, জানুয়ারি ২৫, ২০১৯
কামারখন্দে পিকআপচাপায় জবি শিক্ষার্থী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে পিকআপ ভ্যানের চাপায় এএসএম জুলহাস নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই একেএম জাকারিয়া গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জুলহাস ও আহত জাকারিয়া বগুড়া জেলা শহরের বৃন্দাবন পাড়া এলাকার তারাজুল ইসলামের ছেলে।

জুলহাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, জুলহাস ও জাকারিয়া মোটরসাইকেল যোগে ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিলেন। তারা ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে জুলহাসের মৃত্যু হয়। আহত জাকারিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।