শনিবার (০২ ফেব্রুয়ারি) প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বাংলানিউজকে বলেন, শনিবার সকাল দশটায় পরীক্ষা শুরু হয়ে চলে ১টা পর্যন্ত।
এবার সিলেট বোর্ডের অধীনে ৮৯৬টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৩ হাজার ১৫ জন শিক্ষার্থী। সিলেটের চার জেলায় ১৩১ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিষয়ভিত্তিক এ পরীক্ষা চলবে আগমী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এনইউ/ওএইচ/