ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঘিওরে শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, ফেব্রুয়ারি ৬, ২০১৯
ঘিওরে শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইউনাইটেড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মধ্যে একটি করে খাতা, কলম, স্কেল ও এক প্যাকেট করে বিস্কুট তুলে দেন সংগঠনের পরিচালক মাহবুবুল হক সুমন।

এসময় আরো উপস্থিত ছিলেন- মাহবুবুল হক সুমনের মা ফরিদা পারভীন, সমাজসেবক শারমিন নাহার সেতু, দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক রোকেয়া আক্তারসহ সংগঠনের সবকর্মীরা।

শিক্ষা উপকরণ বিতরণ শেষে মাহবুবুল হক সুমন বলেন, শিশু শিক্ষার্থীদের মধ্যে ক্ষুদ্র এ উপহার পড়াশুনায় মনোযোগ বাড়াবে। এর আগেও জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ওই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।