বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আতিউর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের প্লাম্বার শামীম মিয়া ও সহকারী প্লাম্বার আজাদ মিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা আরিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটিতে সহকারী প্রক্টর মো. ছদরুল ইসলাম সরকারকে সদস্য ও প্রক্টর দফরের সহকারী রেজিস্ট্রার মোছা. মনিরা খাতুনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্যদের তিন কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে একাডেমিক ভবন-৩ এর মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এর আগে দুপুর ১টার দিকে একাডেমিক ভবন-৩’র ছাদ থেকে পানির ট্যাঙ্ক পড়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসএ/এএটি