বুধবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে পরিবহনগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, আমরা অত্যন্ত খুশি যে শেষ পর্যন্ত নতুন বাস পেলাম।
গাড়ির রক্ষণাবেক্ষণে সব সহযোগিতা কামনা করে উপাচার্য আরও বলেন, এসব আপনাদের সম্পদ। আমাদের পরিবহন শুধু গাড়িতেই সুন্দর হবে তা নয়। পরিবহন সেবায় নিয়োজিত সবার আচরণও ভালো হবে আশা করি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা আখতার, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সূত্রে জানা যায়, দু’টি এসি মিনিবাস ও এসি মাইক্রোবাস শিক্ষকদের পরিবহনে এবং নন এসি মিনিবাসটি শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত হবে।
এদিকে, ২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে গাড়িগুলো কেনা হয়েছে। এর মধ্যে ৩০ সিটের এসি মিনিবাস দু’টির ক্রয় মূল্য ১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ও ১৬ সিটের মাইক্রোবাস ক্রয়ে ৪৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। এছাড়া পিকআপ ভ্যান ২৯ লাখ এবং ৩০ সিটের নন এসি মিনিবাস ২৭ লাখ ৫০ হাজার টাকায় ক্রয় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
আরআইএস/