ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৪.০৭, ২৬ জন জিপিএ-৫

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৪.০৭, ২৬ জন জিপিএ-৫ বিদেশি পরীক্ষা কেন্দ্র/ফাইল ফটো

ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার আট বিদেশি কেন্দ্রে এইচএসসিতে গড় পাসের হার ৯৪ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন পরীক্ষার্থী।

বুধবার (১৭ জুলাই) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে মোট ২৭০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৫৪ জন।

পাসের হার ৯৪ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।

২০১৮ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশি কেন্দ্রে পাসের হার ছিলো ৯২ দশমিক ২৮ শতাংশ। বিদেশি প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা ছিলো সাতটি। এর মধ্যে একটি কেন্দ্রে শতভাগ পাস করে।

এইচএসসি পরীক্ষায় বিদেশে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৮৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৬৩ জন পরীক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন পরীক্ষার্থী।

এরআগে সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।