বুধবার (১৭ জুলাই) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে মোট ২৭০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৫৪ জন।
২০১৮ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশি কেন্দ্রে পাসের হার ছিলো ৯২ দশমিক ২৮ শতাংশ। বিদেশি প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা ছিলো সাতটি। এর মধ্যে একটি কেন্দ্রে শতভাগ পাস করে।
এইচএসসি পরীক্ষায় বিদেশে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৮৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৬৩ জন পরীক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন পরীক্ষার্থী।
এরআগে সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
ওএইচ/