ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

ঢাকা: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে আগামী ১১ নভেম্বরের (সোমবার) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালেয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় জানায়, ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৩ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর একইসময়ে অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এদিনের জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়।

অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষায় এছর অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী।  

সূচি অনুযায়ী, ২ নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত দু’দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এমআইএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।