ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি দেবে জার্মানির উপারটাল বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১
ঢাবিকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি দেবে জার্মানির উপারটাল বিশ্ববিদ্যালয়

ঢাবি: জার্মানির উপারটাল বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল মনিটরিং-এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক কোটি টাকা মূল্যের বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদান করবে।

এ ব্যাপারে উপারটাল বিশ্ববিদ্যালয়ের রেক্টর স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তির মূল কপি রোববার ২০১১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপারটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রাল্ফ কুরটেনব্যাচ।



উপাচার্যের দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. আলতাফ হুসাইন, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নীশাত আহমেদ পাশা এবং সমঝোতা চুক্তির কো-অর্ডিনেটর ড. মো. আফতাব আলী শেখ।

বাংলাদেশ সময়:১৮৪৩ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।