ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রাবিতে সন্ধ্যার পর অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
রাবিতে সন্ধ্যার পর অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সন্ধ্যা সাতটার পর ক্যাম্পাসে যেকোনো ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমানের সই করা একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ ও ক্যাম্পাসে মাইকিং করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে।

৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি সন্ধ্যা সাতটার পর ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান করা যাবে না। এই দুই দিন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, এই দুইদিন ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ আইডি কার্ড চেক করবে। ক্যাম্পাসে আইডি কার্ড ছাড়া কাউকে ধরা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে না।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।