ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

খাগড়াছড়িতে ১ লাখ ১৮ হাজার শিশুর হাতে নতুন বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
খাগড়াছড়িতে ১ লাখ ১৮ হাজার শিশুর হাতে নতুন বই খাগড়াছড়িতে বই উৎসবে স্কুলশিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাঠ্যপুস্তক। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: নতুন বছরে সারাদেশের মতই খাগড়াছড়িতে চলছে বই উৎসব।

বুধবার (১ জানুয়ারি) এ উপলক্ষে সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরসহ নয় উপজেলার বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

সকালে খাগড়াছড়ির কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ জ্যোতি চাকমা প্রমুখ।

এদিকে খাগড়াছড়ির শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় পৌর মেয়র মো. রফিকুল আলম, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। এতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা উপস্থিত থেকে বই বিতরণ করেন।

এ বছর খাগড়াছড়ির ৭০৬টি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ ১৭ হাজার ৯৪৫ জন শিক্ষার্থীদের হাতে চার লাখ ৭২ হাজার ৭৪৯টি বই বিতরণ করা হয়। এবারও মাতৃভাষায় বই পেয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা। এবছর নতুন করে তৃতীয় শ্রেণির শিশুদের মাতৃভাষায় বই দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ১ জানুয়ারি, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।