ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জেএসসিঃ বরিশাল শিক্ষা বোর্ডে সেরা ১০ প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
জেএসসিঃ বরিশাল শিক্ষা বোর্ডে সেরা ১০ প্রতিষ্ঠান

বরিশাল: জুনিয়র স্কুল সার্টিফিকেট( জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ।

এ প্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জনই পাস করেছে।

জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। এর ফলে প্রাপ্ত পয়েন্ট ৮৯.৩১৭।

দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল জিলা স্কুল। প্রতিষ্ঠানটির পয়েন্ট ৭৬ দশমিক ৪৩৬। এ বিদ্যালয়ে ৩৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬৪ জনই পাস করছে। জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ১৩১ জন।

তৃতীয় স্থানে থাকা বরিশাল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পয়েন্ট ৭৫ দশমিক ৪০৩। ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৭ জন।

দুমকি সৃজনীয় বিদ্যানিকেতন থেকে ৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৫ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। পয়েন্ট ৭০ দশমিক ৫৩৭। এ প্রতিষ্ঠানের অবস্থান চতুর্থ।

পঞ্চম স্থানে রয়েছে পটুয়াখালী সরকারি জুবলী হাই স্কুল। এখান থেকে ২১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১৮ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। পয়েন্ট ৬৯ দশমিক ১৫৯।

ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। পয়েন্ট ৬৮ দশমিক ৭২১। শীর্ষ ১০-এ এ প্রতিষ্ঠানের অবস্থান ষষ্ঠ।

সপ্তম স্থানে থাকা খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের পয়েন্ট পয়েন্ট ৬৭ দশমিক ০৬৯। মোট উর্ত্তীর্ণ ৭৪ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২ জন। এ বিদ্যালয়ের পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৭৬ জন।

৯১ জন পরীক্ষায় মধ্যে ৯১ জনই পাস কওে দৌলতখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থান অষ্টম। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। পয়েন্ট ৬৬ দশমিক ৫২০।

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২০৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। পয়েন্ট ৬৬ দশমিক ৩৬৭। শীর্ষ ১০-এ এ প্রতিষ্ঠানের অবস্থান নবম।

দশম স্থানে থাকা ভোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পয়েন্ট ৬৫ দশমিক ২২৩। এ বিদ্যালয় থেকে ১৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন।

বাংলাদেশ সময়: ১৬৩০ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।