ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা ২০

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
জেএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা ২০

দিনাজপুর: দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে রয়েছে-  রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানে পাসের হার ৮৭.১৩ শতাংশ।



দ্বিতীয় স্থানে রয়েছে- রংপুর ক্যাডেট কলেজ, পাসের হার ৮৬.৪১।

৮৩.৪০ শতাংশ পাসের হার নিয়ে ৩য় স্থানে রয়েছে- দিনাজপুর আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল।

৮০.৪৮ শতাংশ পাসের হার নিয়ে ৪র্থ স্থানে রয়েছে দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

৭৮.৪৫ শতাংশ পাসের হার নিয়ে ৫ম স্থানে রয়েছে- রংপুর জেলা স্কুল।

৭৭.৪১ শতাংশ পাস করে ৬ষ্ঠ স্থানে রয়েছে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

৭৭.০৭ শতাংশ পাস করে ৭ম স্থানে রয়েছে- রংপুর মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ

৭৬.৯৫ শতাংশ পাস করে ৮ম স্থানে রয়েছে- দিনাজপুর জেলা স্কুল

৭৬.৭৯ শতাংশ পাস করে ৯ম স্থানে রয়েছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় ও

৭৫.৭১ শতাংশ পাস করে ১০ স্থানে রয়েছে নীলফামারীর সৈয়দপুর সরকারি টেকনিক্যাল হাই স্কুল অ্যান্ড কলেজ।

শিক্ষাবোর্ডের অধীনে ১১তম থেকে ২০ স্থানের মধ্যে পর্যায়ক্রমে রয়েছে রংপুর সরকারি বালিকা বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড় বি.পি. সরকারি উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নীলফামারী লায়ন উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।