ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে শতভাগ পাস করেছে ৫২ প্রতিষ্ঠান

মাহবুব আলম, চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
চট্টগ্রাম বোর্ডে শতভাগ পাস করেছে  ৫২ প্রতিষ্ঠান

চট্টগ্রাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। সেরা ২০-এ এমন স্কুল আছে ছয়টি।



বুধবার দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ দত্ত আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

চট্টগ্রাম বোর্ডে এবার সেরা ২০এ প্রথম হয়েছে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। এখান থেকে ৩১৯ জন ছাত্রী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৫০ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করে ২য় অবস্থানে রয়েছে।

আর চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১৬৩ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করে বোর্ডে ৪র্থ হয়েছে।

বোর্ডে ৫ম হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়। ৩৯২ জনের মধ্যে শতভাগ পাস করেছে।

ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল থেকে ১০১ জন অংশ নিয়ে শতভাগ পাশ করে ৬ষ্ঠ হয়েছে বোর্ডে।

সিলভার বেল’স গার্লস হাই স্কুল (ডবল মর্নিং) থেকে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। তাদের অবস্থান বোর্ডে ৭ম।

ইষ্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে সকলেই। বোর্ডে তার অবস্থান ৮ম।

বোর্ডে ৯ম স্থান অধিকার করেছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস করেছে।

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৯৬ জনের সবাই পাস করেছে। বোর্ডে তাদের অবস্থান ১৩তম।

চুয়েট স্কুল অ্যান্ড কলেজের ১১০ জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ পাস করে ১৬তম হয়েছে।  

এছাড়া চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড  কলেজ থেকে ৯১ জনই পাস করেছে। তাদের অবস্থান বোর্ডে ১৯তম।

এবার চট্টগ্রাম বোর্ডে মোট ১ লাখ ২৪ হাজার ২৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯০ হাজার ২৭৫ জন। যার শতকরা হার ৭২.৬৫ ভাগ।

বাংলাদেশ সময়:  ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।