ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় ফলাফল নেই জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
সাতক্ষীরায় ফলাফল নেই জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগে

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল সরবরাহ করতে পারেনি সাতক্ষীরার জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগ।

বিকেল ৩টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে ধর্ণা দিয়ে কোনো ফলাফল পাওয়া যায়নি।

পরামর্শ দেওয়া হয়েছে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহের।

ফলাফল না পাওয়ার বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক মো. আবদুস সামাদকে জানানো হলে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সাথে যোগাযোগ করতে বলেন।

এরপর ৫ টা ৫৫ মিনিটে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকেশ চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সাতক্ষীরা জেলার ফলাফল তাদের কাছে নেই। বোর্ড থেকে সেরা ১০টি প্রতিষ্ঠানের ফলাফল জানানো হয়েছে। তা নিতে হলে তার অফিসের শিক্ষা সহকারী সুজা সাহেবের সাথে যোগাযোগ করতে হবে।

এছাড়া সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কিশোরী মোহন সরকার জানান, তার অফিসে কোনো ফলাফল আসেনি। ডিসি অফিসে যোগাযোগ করেন।

তিনি বলেন, ‘আমি আগামীকাল বৃহস্পতিবার জেলার সব জায়গা থেকে নিয়ে তা দেওয়া যেতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।