ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে ঝরে পড়েছে ৩৩ হাজার ৯৮৫ শিক্ষার্থী

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

চট্টগ্রাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ঝরে পড়েছে ৩৩ হাজার ৯৮৫ জন শিক্ষার্থী।

বোর্ডে এবার অষ্টম শ্রেণী থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্যে ১ লাখ ২৮ হাজার ৫৮ জন শিক্ষার্থী নিবন্ধন করে।

এর মধ্যে অংশ নেয় ১ লাখ ২৪ হাজার ২৬০ জন। পাস করেছে ৯০ হাজার ২৭৫ জন। আর ফেল করেছে ৩৩ হাজার ৯৮৫ জন শিক্ষার্থী।

অর্থাৎ এবার চট্টগ্রাম বোর্ডে ঝরে পড়েছে ৩৩ হাজার ৯৮৫ জন।

এবছর ছেলেদের পাসের হার ৭৬.৩২ ভাগ। যা গতবার ছিল ৭৪.৯৫ ভাগ। গতবারের চেয়ে এ হার বেড়ে ১.৩৭ শতাংশ। আর মেয়েরা সংখ্যায় বেশি হলেও তাদের পাসের হার এবার ৬৯.৭৫ ভাগ। গত বছর ছিল ৬৬.৩৫ শতাংশ। এই হিসেবে গতবছরের তুলনায় এবার এ হার ৩.৪ ভাগ বেড়েছে।  

জেএসসি’তে এবার ৫৪ হাজার ৮০৪ জন ছাত্র আর ৬৯ হাজার ৪৫৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এ বিভাগে মাত্র ৭২ দশমিক ৬৫ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম বোর্ডের পাশের হার ৭২.৬৫ শতাংশ।

বাংলাদেশ সময়:  ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।