ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

২০ জানুয়ারি থেকে সারাদেশে কলেজ শিক্ষকদের ধর্মঘট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

যশোর : পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আগামী ২০ জানুয়ারি থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে।

বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা কমিটির নেতারা ২০ জানুয়ারির আগেই দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।



সংবাদ সম্মেলনে বলা হয়, মাত্র ১০০ টাকা বাড়িভাড়া কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অথচ বাংলাদেশের বেসরকারি কলেজ শিক্ষকরা এমন অবমাননাকর অবস্থায় চাকরি করছেন।

তারা সরকারের এই আচরণের বিরুদ্ধে শিক্ষক সমাজকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বাকশিসের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, অনার্স শিক্ষক ও স্কুলের সহকারী লাইব্রেরিয়ানদের এমপিওভুক্ত করা, আট বছর ও দুই বছরে টাইম স্কেল প্রদান, ইনডেক্সধারী প্রতিষ্ঠান পরিবর্তনকারীদের বেতন ছাড় করা প্রভৃতি।

সংবাদ সম্মেলনে বাকশিস যশোর জেলা কমিটির সভাপতি অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ শামছুর রহমান, অধ্যক্ষ আসাদুজ্জামান শাহীন, অধ্যক্ষ শফিকুল ইসলাম, বাকশিস সদর উপজেলা কমিটির সভাপতি মাহমুদ আলম, সাধারণ সম্পাদক ইবাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।