ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি পরীক্ষা হবে ৩ ইউনিটে 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি পরীক্ষা হবে ৩ ইউনিটে  ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  

রোববার (৮ নভেম্বর) ডিন্‌স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, আমারদের শিক্ষার্থীরা যেহেতু তিনটি ধারার সঙ্গে পরিচিত, সে কারণেই আমরা তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আসন্ন ভর্তি পরীক্ষায় কোনো ধরনের পরিবর্তন আসবে না। পরবর্তী পরীক্ষা থেকে এটি চালু হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।