ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে ইবি কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি (ভিডিও)

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে ইবি কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি (ভিডিও)

ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া): মহান বিজয় দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুক্তবাংলা সৌধে ফুল দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।  

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তবাংলায় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রশাসনিক কর্মকর্তারা।

পরে একে একে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ পুষ্পস্তবক অর্পণ করে।  

পরে সকাল পৌনে ১১টার দিকে কর্মকর্তা সমিতি থেকে বেরিয়ে এসে নতুন গড়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তা ফুল দিতে গেলে কর্মকর্তা সমিতির সদস্যরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়, উভয় পক্ষের কাউকে কাউকে এসময় লাঠি দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতেও দেখা যায়। এসময় বেদীতে থাকা ফুলের ডালি ভাঙচুর করে উভয় পক্ষ।

পরে কর্মকর্তা সমিতির সদস্যরা অফিসার্স ইউনিটের কর্মকর্তাদের ধাওয়া করেন।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।