ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে বৃটিশ কাউন্সিলের পরিচালকের সাক্ষাৎ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২

ঢাবি : ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল’র পরিচালক রোজমেরি আর্নট বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ কাউন্সিল’র মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে দীর্ঘ আলাপ-আলোচনা করেন।

তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ কাউন্সিল’র সহযোগিতামূলক কার্যক্রম আরো বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেন।

তারা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র-ছাত্রী বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, এর ফলে ছাত্র-ছাত্রীরা একে অপর দেশের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও সমাজ ব্যবস্থা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পরিচালিত বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে ব্রিটিশ কাউন্সিল’র পরিচালককে অবহিত করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য প্রতিষ্ঠিত টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের জন্য সাহায্য ও টেকনিক্যাল সহযোগিতা প্রদানের ব্যাপারে ব্রিটিশ কাউন্সিল’র পরিচালকের প্রতি আহ্বান জানান।  

ব্রিটিশ কাউন্সিলের পরিচালক রোজমেরি আর্নট এ ব্যাপারে সম্ভাব্য সকল প্রকার সাহায্য-সহযোগিতা প্রদানের ব্যাপারে উপাচার্যকে আশ্বস্ত করেন।  

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহায্য-সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশের জন্য ব্রিটিশ কাউন্সিল’র পরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে ব্রিটিশ কাউন্সিল’র রিসোর্চ সেন্টার ম্যানেজার সারওয়াত মাসুদা রেজা উপস্থিত ছিলেন।
 

বাংলাদেশ সময় : ১৩৪১ ঘন্টা, ফেব্রæয়ারি ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।