ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটি শেষেও চালু হচ্ছে না ইবির প্রশাসনিক কার্যক্রম

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
ঈদের ছুটি শেষেও চালু হচ্ছে না ইবির প্রশাসনিক কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইবি (কুষ্টিয়া): ঈদুল আজহার ছুটি শেষেও চালু হচ্ছে না ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক কার্যক্রম। লকডাউনে সরকার কতৃক প্রজ্ঞাপন অনুযায়ী অন্যান্য অফিস আদালতের মতো ইবির প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

সোমবার (২৬ জুলাই) ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী ২৬ জুলাই ঈদের ছুটি শেষ হবে। তবে ছুটি শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু করা যাচ্ছে না। সরকারি নির্দেশ অনুযায়ী লকডাউনে সব অফিস/দপ্তর বন্ধ থাকায় আমাদেরও বন্ধ রাখতে হবে।

এদিকে লকডাউনে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও চলবে জরুরি সেবা। চিকিৎসা, পানি, বিদ্যুৎ সেবা স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে। লকডাউনে ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।  

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটি উপলক্ষে গত ১৭ জুলাই থেকে বন্ধ হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। রেজিস্ট্রার দপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী ২৬ জুলাই শেষ হচ্ছে সে ছুটি।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।