ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষকদের কর্মঘণ্টা বৃদ্ধি, অনার্স-মাস্টার্স পর্যায়ে মনোগ্রাফ-থিসিস বাধ্যতামূলক, ফ্যাকাল্টি বিশেষজ্ঞদের বিভাগের কাজে সংযুক্তিকরণ, গবেষণার জন্য তহবিল গঠনের উদ্যোগসহ চার বিষয়ে সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।
বুধবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব বিষয়ে সুপারিশ করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদন পাবে।
সভাসূত্র ও উপাচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
একাডেমিক কাউন্সিলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভায় শিক্ষকদের কর্মঘণ্টা পরিবর্তন করা হয়েছে। সপ্তাহে একজন প্রভাষক ১৬ ঘণ্টা, সহকারী অধ্যাপক ১৪ ঘণ্টা, সহযোগী অধ্যাপক ১২ ঘণ্টা ও একজন অধ্যাপক ১০ ঘণ্টা ক্লাস নেবেন। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরি অতিরিক্ত বলে গণ্য হবে।
দ্বিতীয়ত, বিষয় অনুযায়ী বিশেষজ্ঞ যারা বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত তাদের তালিকা তৈরি করা। পরবর্তীতে বিভাগের কাজ যেমন পরীক্ষা পদ্ধতি, এম.ফিল ও পিএইচডি গবেষণায় পর্যবেক্ষক হিসেবে তাদের সংযুক্ত করা। বিভাগে বিভিন্ন বক্তৃতার আয়োজন করা।
তৃতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণমূলক কর্মসূচি আরও বৃদ্ধি করা। এ ক্ষেত্রে (সকল বিভাগের শিক্ষকদের জন্য প্রযোজ্য) প্রশিক্ষণমূলক কর্মশালাগুলো সেন্টারের উদ্যোগে আয়োজন করা হবে। বিভাগের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট বিভাগ প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন করবে, যা পরবর্তীতে গবেষণায় ফান্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চতুর্থত, মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের যেসব বিভাগে থিসিস কিংবা মনোগ্রাফ নেই সেগুলো বাধ্যতামূলক করা হবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। সব বিষয় বাস্তবায়ন হলে শিক্ষার গুণগত মান যেমন পরিবর্তন হবে একইসঙ্গে বৈশ্বিক মানদণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানও সুসংহত হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এসকেবি/এমজেএফ