ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে অনলাইনে ফাইনাল পরীক্ষা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
শেকৃবিতে অনলাইনে ফাইনাল পরীক্ষা 

ঢাকা: করোনা মহামারির ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ফাইনাল পরীক্ষা শুরু করেছে।  

সোমবার (২৩ আগস্ট) তিনটি অনুষদ (এনিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, ফিশারিজ, একোয়াকালচার অ্যান্ড মেরিন সাইন্স, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট) এবং মঙ্গলবার (২৪ আগস্ট) কৃষি অনুষদসহ চারটি লেভেলের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।

 

এতে কৃষি অনুষদের লেভেল-১ সেমিস্টার-২ এর ৩৭৫ জন, এনিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের লেভেল-৩, সেমিস্টার-২ এর ৬৬ জন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের (বিবিএ-২২ জন, ইকোনোমিক্স-২৯ জন) ও ফিশারিজ, একোয়াকালচার অ্যান্ড মেরিন সাইন্স অনুষদের-২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২৫ জন শিক্ষার্থীকে অনলাইনে মনিটরিং করার জন্য একজন শিক্ষক সুপারভাইজার এর দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এইচ এম মোস্তফা কামাল জানান, করোনায় দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দেয়। ফলে চারটি অনুষদের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা যথাসময়ে না হওয়ায় শিক্ষার্থীদের কিছুটা সেশনজটে পড়ে।

ক্ষতি পোষাতে গত ২৭ জুন শেকৃবিতে প্রথমবারের মতো কৃষি অনুষদের লেভেল ৩, সেমিস্টার ১/২০১৯ এর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

করোনাকালীন ও করোনা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের পরীক্ষা ও ক্লাস গ্রহণের রূপরেখা প্রণয়নের জন্য সিন্ডিকেটের ৯৪তম বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়াকে আহবায়ক ও পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. অলোক কুমার পালকে সদস্য সচিব করে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে গ্রহণের জন্য প্রফেসর এ এম এম শামসুজ্জামানকে আহবায়ক করে পাঁচ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগকে শিক্ষার্থীরা স্বাগত জানান ও সন্তুষ্টি প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।