ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর

ঢাকা: করোনা সংক্রমণ কমে আসায় ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

আগামী ১৪ নভেম্বর থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২১ নভেম্বর।

 

বৃহস্পতিবার  (২৩ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

সাধারণত এসএসসি ও সমমানের পরীক্ষার দিন থেকেই দাখিল পরীক্ষা শুরু হয়। তবে এখনও এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড আগেই জানিয়েছে নভেম্বরের মাঝামাঝি থেকেই এসএসসি পরীক্ষা শুরু হবে। তাই ১৪ নভেম্বর থেকেই এই পরীক্ষা শুরু হবে বলে আশা করা হচ্ছে।  

দাখিলে ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে কুরআন মজিদ ও তাজবিন, পদার্থ বিজ্ঞান, ১৮ নভেম্বর হাদিস শরীফ পরীক্ষা হবে। ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম, তাজভিদ পরীক্ষা রয়েছে।

নির্দেশনায় বলা হয়, কোভিডের কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।