ইবি: রাত পোহালেই রোববার ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত শিক্ষকরা।
১২ ডিসেম্বর সকল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোট গ্রহণ। বেলা দেড়টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কে এম আব্দুস ছোবহান বলেন, `নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি। ’
এদিকে প্রচারণার শেষ দিকে এক হয়েছেন আওয়ামী ও প্রগতিশীল শিক্ষকরা। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনে শাপলা ফোরামের শিক্ষকরা মিটিং এ বসেন।
মিটিংয়ে দীর্ঘক্ষণ আলোচনা শেষে উভয়পক্ষের শিক্ষক নেতারা এক হন। সবাই শাপলা ফোরামের বর্তমান কমিটির দেওয়া ১৫ সদস্যের প্যানেলকে সমর্থন জানান। ১৫ সদস্যের প্যানেল বাদেও সাবেক কমিটি মনোনীত যে ৬জন নির্বাচনে অংশগ্রহণ করছেন তারাও ফোরামের মনোনীত প্রার্থীদের সমর্থন করবেন বলে জানা গেছে।
শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘মিটিংয়ে আলোচনা শেষে ফোরামের শিক্ষকরা একমত হয়েছেন। ওনারা সবাই শাপলা ফোরামের ১৫ সদস্যের মনোনীত প্যানেলের হয়েই কাজ করবেন। ’
শাপলা ফোরাম কতৃক মনোনীত ১৫ সদস্যের প্যানেলে সভাপতি পদে আইন বিভাগের অধ্যাপক শাজাহান মণ্ডল ও সম্পাদক পদে বর্তমান প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন নির্বাচন করবেন।
এদিকে আওয়ামী ও প্রগতিশীল শিক্ষকরা এক হলেও বিভক্ত হয়েই নির্বাচন করছেন বিএনপিপন্থী শিক্ষকরা। বিএনপিপন্থী জিয়া পরিষদ ও জামায়াতপন্থী গ্রিন ফোরাম এক হয়ে ১৫ জনের একটি পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নেবেন। এতে সভাপতি পদে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান ও সম্পাদক পদে আরবি ভাষা বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আবার বিএনপিপন্থি শিক্ষক সংগঠন সাদা দল ৮ জনের একটি আংশিক প্যানেল দিয়েছে। এতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম সরফরাজ নওয়াজ সভাপতি ও সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম নির্বাচনে অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এসআইএস