ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের নৃত্যকলা বিভাগের ছাত্রী এলমা চৌধুরীকে স্বামী হত্যা করেছে উল্লেখ করে বিচার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচির আয়োজন করেন তারা।
অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, এটি স্পষ্ট একটি হত্যা। এলমার পুরো শরীরে আঘাতের চিহ্ন, তাকে মানসিকভাবেও নির্যাতন করা হয়েছে। এটি খুবই মর্মান্তিক। আমরা একটি সুস্থ এবং দ্রুত তদন্তের দাবি রাখি। এই হত্যাকারীরা সমাজের দুর্বৃত্ত, এরা সাধু সাজার চেষ্টা করেন। এই ধরনের অপমৃত্যু বন্ধ হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এলমার পরিবারের পাশে আছে।
বিভাগের চেয়ারম্যান বলেন, আমাদের ছাত্রী, আমাদের মেয়ে এলমার স্বাভাবিক মৃত্যু হতে পারে না, স্বাভাবিক হলে শরীরে এত দাগ হবে কেন তার স্বামীকে দেখেও মনে হয়েছে অস্বাভাবিক এবং কথা বার্তা খুবই অসংলগ্ন। আমার বিভাগের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করছি। এ ঘটনার বিচার হলেও তার জীবন তো আর ফিরবে না। শিক্ষার্থীদের জীবনের সিদ্ধান্ত ভেবে-চিন্তে নেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসকেবি/এসআইএস