ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য দুয়ার খুলছে ব্রিটিশ লাইব্রেরির!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
খুবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য দুয়ার খুলছে ব্রিটিশ লাইব্রেরির!

খুলনা: ব্রিটিশ কাউন্সিলের শিক্ষা বিষয়ক পরিচালক ডেভিড মেনার্ডের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খুবির উপাচার্য কার্যালয়ে প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইংরেজি ভাষাসহ শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন কর্মসূচি গ্রহণের সম্ভাব্য দিক নিয়ে আলাচনা করেন।

উপাচার্য তাদেরকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বমানের শিক্ষা ও গবেষণার লক্ষ্য অর্জনে খুলনা বিশ্ববিদ্যালয় বিশ্বের উন্নত যেকোনো বিশ্ববিদ্যালয়, গবেষণা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণে আগ্রহী। তিনি যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক, ছাত্র বিনিময়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।  

প্রতিনিধিদল ব্রিটিশ লাইব্রেরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক্সেস, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়, ইংরেজি ভাষাসহ শিক্ষার কয়েকটি দিক এবং আগামী ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইন্টারন্যাশনাল সেমিনারের বিষয় আগ্রহ প্রকাশ করেন।  

উপাচার্য তার লিখিত একটি গবেষণা গ্রন্থ প্রতিনিধিদলের সদস্যদের উপহার দেন। আর ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে স্মারক উপহার উপাচার্যের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার (ইংলিশ অ্যান্ড হায়ার এডুকেশন) মো. দেলোয়ার হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মো. সামিউল হক এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এমআরএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।