ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী

ঢাকা: করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে উত্তীর্ণ হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের স্নাতকে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও তা বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর নায়েম মিলনায়তনে ২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সোমবার (২০ ডিসেম্বর) একটি ভিন্ন প্রসঙ্গে ইউজিসির সঙ্গে সভা আছে। তাদের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করব। কারণ আমার শিক্ষার্থীরা যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়েছে, সেই সিলেবাসটাই তো তারা পড়েছে। তার বেশি যদি তারা পড়তে পারতো তাহলে পরীক্ষাতেও তাদের সিলেবাস বড় করতাম। তাদের সংক্ষিপ্ত সিলেবাসই পড়তে হয়েছে। এখন তাদের যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবার পুরো সিলেবাসে পরীক্ষা হয় সেটি যুক্তিযুক্ত নিশ্চয়ই হল না। নায্যতার প্রশ্ন তো থেকেই যায়। সে কারণে কমিশনের সঙ্গে বিষয়টি উত্থাপন করব। যারা গুচ্ছ পদ্ধতিতে আছে তাদের সঙ্গেও, যারা নেই তাদের সঙ্গেও। আশা করি একটি ইতিবাচক সমাধান পাব।

বিদ্যালয়গুলোতে অতিরিক্ত ফি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান যদি অতিরিক্ত ফি নেয়, কেউ যদি অভিযোগ করে এবং তার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এরকম আমরা গতবারও নিয়েছি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাউশি বিভাগের সচিব মাহবুব হোসেন, শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাওজিয়া করিম, নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. নিজামুল করিম ও টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন প্রমুখ।

 

>>> আরও পড়ুন: পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে ভর্তি লটারিতে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সময়: ২৯৩৫ ঘণ্টা ডিসেম্বর ১৯,২০২১
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।