ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীরাই শিক্ষক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
শিক্ষার্থীরাই শিক্ষক!

বান্দরবান: বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে রিভার্স ডে উদযাপন করা হয়েছে।  

বছরের একটি দিন বিদ্যালয়ের সব দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরাই।

এ দায়িত্ব পেয়ে খুশি তারা। অন্যদিকে শিক্ষার্থীদের দায়িত্ববোধ বৃদ্ধি করার এ প্রয়াসে অভিভাবক ও শিক্ষকরাও খুশি।  

সোমবার (২৮ মার্চ) সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান সদরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে রিভার্স ডে উদযাপন করা হয়।  

সকাল থেকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সব দায়িত্বশীল পদে অবস্থান করে ছায়া ভূমিকা পালন করেছে।
 
কেউ শিক্ষক হয়ে নিয়েছে ক্লাস, কেউ বা পরিচালনা করেছে বিদ্যালয়ের নানা কার্যক্রম।  

অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দায়িত্বে একজন করে শিক্ষার্থী দায়িত্ব নিয়ে পরিচালনা করেছে প্রতিষ্ঠানের একদিনের সব কার্যক্রম।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম উকিল বলেন, নতুনশিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ, দায়িত্ববোধ সৃষ্টি ও দেশপ্রেম জাগ্রত করাই এ রিভার্স ডে উদযাপনের মূল লক্ষ্য। আর এখন থেকে প্রতিবছর ২৮ মার্চ এ প্রতিষ্ঠানে রিভার্স ডে উদযাপন করা হবে।  

অধ্যক্ষ আরও বলেন, রিভার্স ডেতে একদিনের জন্য অধ্যক্ষের দায়িত্ব পালন করেছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কামরুল হাসান ফাহিম, উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছে চুইংক্রিমো চুচু, একাডেমিক কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছে মো. ফাহিম বিন ফরিদ, শিক্ষকের দায়িত্বে ছিল দশম শ্রেণির ছাত্রী দেবী দীপ্তরুপা ঐশী, হোস্টেল সুপারের দায়িত্বে ছিল তাহসিন মোরশেদ শাকিল, একাডেমি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছে সামিয়া জিয়া জারা।

এ প্রতিষ্ঠানে ২০০০ জন শিক্ষার্থী আর ৩১০ জন শিক্ষক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।