ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান কিবরিয়া আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান কিবরিয়া আর নেই এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়েস হয়েছে ৬৩ বছর।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গোলাম কিবরিয়া দীর্ঘদিন থেকে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামে জন্ম নেন অধ্যাপক গোলাম কিবরিয়া তাপাদার। চাকরিকালীন সময়ে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসা নিয়ে প্রথম পর্যায়ে সুস্থ হলেও পরবর্তীতে ফের ক্যানসারে আক্রান্ত হন তিনি।

কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার, সচিব প্রফেসর মো. কবির আহমদ, সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ ইউনিয়ন সভাপতি নিরঞ্জন সিংহ ও সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।