ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বনানী বিদ্যানিকেতন মাতালো এলআরবি, আর্টসেল, ওয়ারফেইজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২
বনানী বিদ্যানিকেতন মাতালো এলআরবি, আর্টসেল, ওয়ারফেইজ

ঢাকা : রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বনানী বিদ্যানিকেতনের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।

দিনব্যাপী নানা আয়োজনের পর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুনর্মিলনী মাতিয়ে তোলে জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি, আর্টসেল এবং ওয়ারফেইজ।



দেশের শীর্ষস্থানীয় ৩ ব্যান্ডদলের পরিবেশনাকে সামনে রেখে দুপুর থেকেই বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা জড়ো হন স্কুল প্রাঙ্গণে।

বিকেল ৫টায় মঞ্চে ওঠে আর্টসেল। পরিবেশন করে দুঃখবিলাস, অন্যসময়, কাণ্ডারি হুঁশিয়ারসহ বেশ কয়েকটি জনপ্রিয় গান।

এরপর মঞ্চে ওঠে ওয়ারফেইজ। সবশেষে আসেন এলআরবি`র আইয়ুব বাচ্চু। শিক্ষার্থীদের অনুরোধে তিনি গেয়ে শোনান তার জনপ্রিয় বেশকিছু গান।

স্কুলের প্রতিষ্ঠালগ্ন ১৯৭২ থেকে ২০১২ সাল পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।

এতে প্রায় দেড় হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। পুনর্মিলনীর আয়োজন করে বনানী বিদ্যানিকেতনের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও এসএসসি ২০০৮ ব্যাচ।

বাংলাদেশ সময় : ০৯৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

এএ
সম্পাদনা : কাজল কেয়া ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।