সাভার (ঢাকা): সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে তিন হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ সুমন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী ৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম।
ইয়ারপুর ইউনিয়নের মোট ভোটার ৮৬ হাজার ৩৬১ জন। এর মধ্যে আনারস প্রতীকের প্রার্থী ১১ হাজার ৬২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮ হাজার ৫৬৮টি ভোট। এছাড়া চশমা প্রতীক ২ হাজার ৯০৮, মোটরসাইকেল প্রতীক ১ হাজার ১৪৫, অটোরিকশা প্রতীক ৭১৯, হাতপাখা প্রতীক ৫৮০ ও ঘোড়া প্রতীক ২৯৮টি ভোট পেয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বলেন, দিনব্যাপী ভোটগ্রহণে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। এখন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
এক বছর দায়িত্ব পালনের পর সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়া সম্প্রতি অসুস্থ হয়ে মারা যান। এরপর এই ইউনিয়নে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। নৌকা প্রতীকের প্রার্থীসহ মোট সাতজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসএফ/এমজেএফ