ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বুধবার দুপুর পর্যন্ত এনআইডি সেবা বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
বুধবার দুপুর পর্যন্ত এনআইডি সেবা বন্ধ

ঢাকা: সার্ভারে রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে সার্ভারের কাজ চলছে। তাই এনআইডি সংক্রান্ত সব ধরনের সেবা ২০ সেপ্টেম্বর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।  

সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা সময় সময় বন্ধ রাখা হয়। এর আগে গত ১৪ আগস্ট রাত ১২ টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল।

এনআইডি সার্ভারে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ ভোটারের তথ্য রয়েছে। এছাড়াও রয়েছে ১০ লাখ রোহিঙ্গার তথ্য।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
ইইউডি/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।